Tormentor (মানসিক যন্ত্রনাকারী)
আমার বৌ আমাকে প্রায়ই টিকটকের লিংক পাঠায়। মাঝে মাঝে ভালোবাসায় গদমদ হয়ে পাঠায়। কখনো আবার রাগ করে পাঠায়, কখনো ঝগড়া করে দুঃখ পেয়ে পাঠায়। এগু সবই স্ত্রী-জাত পক্ষপাতী। মানে ”বৌ রাগ করলে দোষ যারই হউক স্বামীকেই আগে সরি বলা উচিত”, “স্ত্রী সারাদিন একা থাকে, সংসারের কাজ করে, তাই সে শুধু আদর ভালোবাসা ছাড়া অন্য কোন কিছু ডিজার্ভ করে না” এইসব আরকি। আমার বৌ আমার চেয়ে বয়সে ১০ বছরের ছোট। মানসিকভাবে একটু কাচা স্বভাবের। সে এগুলো যে আবেগের বশে পাঠায় সেটা আমি জানি। আমিও তার আবেগকে সম্মান করে ভুল করে থাকলে সরি বলি, আবার মাঝে মাঝে তার ভুল থাকলেও সেক্ষেত্রেও সরি বলি। কারন সে বলেছিলো তার নাকি আমার কাছ থেকে সরি শুনতে ভালো লাগে। কিন্তু সে এটাও বলেছিলো সে আমাকে রাগাতে পছন্দ করে। আমি তাকে ভালোবাসি কোন সন্দেহ নাই তাই এগুলোকে সেই ভালোবাসার অংশ হিসেবেই নিজের মধ্যে ধারন করে নেয়ার চেষ্টা করছি। আজকে তাকে একটু খুনসুটি করে রাগানোর চেস্টা করেছিলাম, চেস্টা করার আগেই সে কেদে ফেললো। কি আর করা!! সাথে সাথেই সরি বলে তাকে সঠিক মুড এ বেক করানোর চেস্টা করলাম। কিন্তু কাজ হলো না। সে ফোন কেটে দিলো। আর কান্না স্বরে ভয়েজ পাঠালো সে আমার ...