Tormentor (মানসিক যন্ত্রনাকারী)

আমার বৌ আমাকে প্রায়ই টিকটকের লিংক পাঠায়। মাঝে মাঝে ভালোবাসায় গদমদ হয়ে পাঠায়। কখনো আবার রাগ করে পাঠায়, কখনো ঝগড়া করে দুঃখ পেয়ে পাঠায়। এগু সবই স্ত্রী-জাত পক্ষপাতী। মানে ”বৌ রাগ করলে দোষ যারই হউক স্বামীকেই আগে সরি বলা উচিত”, “স্ত্রী সারাদিন একা থাকে, সংসারের কাজ করে, তাই সে শুধু আদর ভালোবাসা ছাড়া অন্য কোন কিছু ডিজার্ভ করে না” এইসব আরকি। আমার বৌ আমার চেয়ে বয়সে ১০ বছরের ছোট। মানসিকভাবে একটু কাচা স্বভাবের। সে এগুলো যে আবেগের বশে পাঠায় সেটা আমি জানি। আমিও তার আবেগকে সম্মান করে ভুল করে থাকলে সরি বলি, আবার মাঝে মাঝে তার ভুল থাকলেও সেক্ষেত্রেও সরি বলি। কারন সে বলেছিলো তার নাকি আমার কাছ থেকে সরি শুনতে ভালো লাগে। কিন্তু সে এটাও বলেছিলো সে আমাকে রাগাতে পছন্দ করে। আমি তাকে ভালোবাসি কোন সন্দেহ নাই তাই এগুলোকে সেই ভালোবাসার অংশ হিসেবেই নিজের মধ্যে ধারন করে নেয়ার চেষ্টা করছি। আজকে তাকে একটু খুনসুটি করে রাগানোর চেস্টা করেছিলাম, চেস্টা করার আগেই সে কেদে ফেললো। কি আর করা!! সাথে সাথেই সরি বলে তাকে সঠিক মুড এ বেক করানোর চেস্টা করলাম। কিন্তু কাজ হলো না। সে ফোন কেটে দিলো। আর কান্না স্বরে ভয়েজ পাঠালো সে আমার সাথে কথা বলবে না। পরক্ষনেই টিকটকের লিংক পাঠালো যার মধ্যে এক হুজুর বলতেছে “

 যে পুরুষ তার বৌকে কষ্ট দিয়েছে, অকারনে মানসিক নির্যাতন করেছে, জুলুম করেছে, তার হক নস্ট করেছে, সেই পুরুষের জীবনের সবচাইতে বড় আজাব হচ্ছে, তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে, নামাজ পড়ে নাই, মাফ হতে পারে, রোজা রাখে নাই, মাফ হতে পারে, দাড়ি কাটছে, মাফ হতে পারে, সুদ খেয়েছে, মাফ হতে পারে, কিন্তু যে পুরুষ তার বৌকে অকারনে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্বিচার করেছে, ধোকা দিয়েছে, বিশ্বাস রাখেন, সমস্ত আজাব মাফ হয়ে যাবে বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষন মাফ না করবে ততক্ষন পর্যন্ত এটা কখনই মাফ হবে না। ‘ঠিক কিনা বলেন‘

আর যাই ছিলো এই কথাগুলো শোনার পর আমার প্রচুর অসহায় মনে হচ্ছে। আমার মনে সন্দেহ হচ্ছে যেন আমি আমার বৌ এর সাথে অনেক অন্যায় করছি, মানসিক যন্ত্রনা দিচ্ছি। সে যে কান্না করলো, সেটা কি শুধু নিছক আমাকে খারাপ লাগানোর জন্য কান্না নাকি আসলেও মন থেকে কাদছে। যদি মন থেকে না কাদে তাহলে হুজুরের এই বয়ান পাঠালো কেনো? আমি কি সত্যিই তার উপর জুলুম করছি! তাকে এতটাই মানসিক যান্ত্রনা দিচ্ছি যে সে আমাকে কবরের পরও তার সাথে ধোকাবাজী আর বান্দার হক নস্টের দ্বায়ে আমাকে মাফ করবে না!!

এত দিন শুধু টক্সিক হাজবেন্ডদের কাথা অনলাইনে পড়েছি। কিন্তু ঐরকম টক্সিক লেবেলের এত বড় একজন Tormentor (মানসিক যন্ত্রনাকারী) আমি নিজে কিভাবে কখন হয়ে গেলাম আমি বুঝতে পাড়ছি না। এত ছোট বিষয়ে সে যদি আমার উপর এত দুঃখ পায় তাহলে আমি কিভাবে তাকে সামলাবো!! নাকি সে ই আমাকে এভাবে সামলাবে সারাটা জীবন!

Comments

Popular posts from this blog

"What do you do these days?"